Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌদস্যুর হামলায় ২ জেলের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে নৌদস্যুদের হামলায় মো. মিজান (৩৫) ও আব্দুর রাব্বি (২২) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। গত ২০ আগস্ট দিনগত রাত ১টায় উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন বয়ারচর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জেলে মো. মিজান চর ফকিরা ৫ নম্বর ওয়ার্ড হাজারীগঞ্জ ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে এবং একই এলাকার বাসিন্দা মো. সিরাজের ছেলে আব্দুর রাব্বি। সম্পর্কে তার চাচা- ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদী সংলগ্ন বয়ারচর নামক স্থানে মাছ শিকারের সময় অতর্কিতভাবে ১০-১২ জনের ডাকাত দলের একটি ট্রলার দুটি ট্রলারে হামলা চালায় এতে ভয়ে আতঙ্কিত হয়ে ট্রলারে থাকা ৬ জেলে নদীতে ঝাঁপ দিলে জালের সাথে জড়িয়ে মিজান এবং তার ভাতিজা রাব্বি মারা যায়। অপর ট্রলারের সকলকে জিম্মি করে ট্রলারে থাকা মাছসহ সবকিছু ডাকাত দল নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সকলের মুখে মুখোশ পড়া থাকায় কাউকে চেনা যায়নি বলে জানা যায়। পরবর্তীতে ডাকাত দল চলে যাওয়ার পর স্থানীয় একটি ট্রলারের সহায়তায় নদীতে ঝাঁপ দেয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুইজনের লাশ জালে জড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, নিহতরা ডাকাতের ভয়ে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েছে। এস আই সমেজ আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শশীভূষন থানায় অপমৃত্যুর মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ