Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ কার্যক্রম শুরু করেছে ব্রিকস ব্যাংক

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ঋণ কার্যক্রম শুরু করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিকস ব্যাংক। নবায়নযোগ্য জ্বালানী খাতের ৫টি প্রকল্পে প্রায় একশ’ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো ও টেকসই উন্নয়নের নানা প্রকল্পে এ ব্যাংক থেকে সুবিধা পেতে পারে বাংলাদেশও। তাই বাংলাদেশের উচিত ঋণ গ্রহণ ও অন্যান্য সুবিধা নিশ্চিতে নিজস্ব উদ্যোগে এ ব্যাংকের সদস্য হওয়া। এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ আছে এবং সম্ভাব্যতা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানালেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশে অর্থনীতির চিত্র পাল্টাচ্ছে দ্রুত। আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে বাংলাদেশসহ এ অঞ্চলের অন্য দেশগুলোতেও। কিন্তু অবকাঠামো ও নানা উন্নয়ন কার্যক্রমে চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছেনা বিশ্বব্যাংক- আইএমএফ এর মতো প্রতিষ্ঠানগুলো। আবার ঋণের সাথে বেঁধে দেয়া নানা শর্ত ও সংস্কার প্রস্তাবেও বিরক্ত এ অঞ্চলের দেশগুলো। তাই কিছুটা রাজনৈতিক সিদ্ধান্তে গঠন করা হলেও ‹নিউ ডেভেলপমেন্ট ব্যাংক› নিয়ে আগ্রহ আছে বেশ। এরই মধ্যে ২০১৪ সালে গঠন করা এ ব্যাংক শুরু করেছে ঋণ কার্যক্রম। প্রথমেই ৫ ‹সদস্য দেশে› নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট ৯১ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এ ব্যাংক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ ঘোষিত এসডিজির লক্ষ্য পূরণে কাজ করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এ সংস্থা থেকে নিতে পারে বিশেষ সুবিধা। সরকার বলছে, নতুন এ ব্যাংকের ঋণের শর্ত, সুদের হারসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাংক থেকে ঋণ নিলে বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানের অর্থায়নে গৃহীত অন্য প্রকল্পের ক্ষেত্রে তা বাধা হয় কি না, সেসব ব্যাপারেও খেয়াল রাখার পরামর্শ বিশ্লেষকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ