Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা নেতৃবৃন্দসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বানারীপাড়ায় উপজেলা বিএনপির কমিটি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় উপজেলা বিএনপির বিতর্কিত কমিটি ঘোষণা করায় জেলা নেতৃবৃন্দসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মোঃ গেলাম মাহবুব (মাহবুব মাস্টার)। মামলার বিবাদীরা হলেন- জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহীন, বিতর্কিত কমিটির বানারীপাড়া উপজেলা সভাপতি এস সরফুদ্দিন আহম্মদ সান্টু, সহ-সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা,  যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন খোকন রাঢ়ী, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন এবং মহিলা বিষয়ক সম্পাদক ডেইজী বেগম। গত বৃহস্পতিবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মামলাটি নালিশী হিসেবে  গ্রহণ করেন এবং পরবর্তী নির্দেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি বাদী পক্ষের আইনজীবী মোঃ আজাদ রহমান জানান। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে বানরীপাড়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণার পর রাজনৈতিক বিভিন্ন  সমস্যার কারণে নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। পূর্বের কমিটিই দায়িত্ব পালন করছিল। গত ৯ এপ্রিল কমিটি গঠন সম্মেলনে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নতুন কমিটি হয়নি। হঠাৎ করে ২৭ নভেম্বর দলীয় কাউকে কিছু না জানিয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়। পরদিন ওই কমিটির বিরুদ্ধে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ