Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে অলীনগর বাসিন্দাদের ৩০ আগষ্টের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৮:২৪ পিএম

সীতাকুণ্ডের সলিমপুরের অলিনগর গহীন পাহাড়ের বাসিন্দাদের আগামী ৩০ আগষ্টের মধ্যে এলাকা ছাড়তে নির্দেশ রবিবার দুপুরে সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে ঐ এলাকা পরিদর্শনকালে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম এ নির্দেশ দেন তিনি।পরিদর্শনকালে এমপি দিদার বলেন, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের অলিনগরে হাজার হাজার অবৈধ বসতি রয়েছে। সরকার এখানে মহা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তাই অবৈধ কোন বসতি স্থাপনা এখানে আর থাকবে পারবেনা। এদিকে বিকেল ৪টার দিকে এসে উপস্থিত হন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, র‌্যাবের সিইও এম.এ ইউসুফ ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি মোঃ আশরাফুল আলম, এসিল্যান্ড মোঃ আশরাফুল আলম, ওসি মোঃ আবুল কালাম আজাদ। পরিদর্শনকালে চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন ও ডিসি মোহাম্মদ মমিনুর রহমান প্রায় অভিন্ন বক্তব্য রেখে বলেন, এই অলিনগরকে ঘিরে সরকারের মহাউন্নয়ন পরিকল্পনা রয়েছে। যা ইতিমধ্যে বাস্তবায়নের পথেই। এসব পরিকল্পনা বাস্তবায়নে এখানকার সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। এদিন প্রশাসনের উচ্চ পর্যায়ের এ দলটি বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অবস্থান করেন। পরে তারা ফিরে গেলেও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সেখানে দুটি অবৈধ পাকা স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন। এর আগে এদিন প্রশাসনের দলটির অভিযানকে সফল করতে সকাল ৯টায় সেখানে পৌঁছান সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম। তিনি জানিয়েছেন, জঙ্গল সলিমপুরের অলিনগরের চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ও নির্দেশনায় অলীহগরের প্রবেশ পথে সন্ত্রাসীদের তৈরী করা খাল ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং উক্ত এলাকাটি বারবার অভিযান পরিচালনা করা হয়।ঐ এলাকার অঘোষিত রাজা ইয়াছিন মিয়াসহ তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার, দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ, চার শতাধিক ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সেখানে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করায় জেলে থাকা ইয়াছিন মিয়ার নির্দেশে তার সহযোগিরা এখানে প্রশাসনের প্রবেশ বন্ধ করতে মরিয়া হয়ে উঠে। তারা এলাকায় প্রবেশের ৬টি সড়ককেই খাল আকারে গভীরভাবে গর্ত করে রাখে। এতে এখানে প্রবেশের উপায় ছিলো না। তাই অভিযান সফল করতে এদিন সকালে সেখানে গিয়ে আগে বালি ভর্তি বস্তা ফেলে সড়কগুলোতে যান চলাচলের ব্যবস্থা করেন তিনি। তারিখঃ২১/৮-২০২২ শেখ সালাউদ্দিন,০১৮৫৬৪৬০০৮২

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ