Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ৪ দিন পর ট্রলার চালকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে নিখোঁজের চার দিন পর শীতলক্ষ্যা নদী থেকে বালুবাহী ট্রলারের চালক মোশারফ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার তারাব বাজারঘাট এলাকা থেকে ওই বালুবাহী ট্রলার চালকের লাশটি উদ্ধার করা হয়। নিহত মোশারফ হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নয়ানগড় এলাকার মৃত সোনা মিয়া সৈয়ালের ছেলে। জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘ দিন ধরে তারাব এলাকায় বসবাস করে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার চালিয়ে আসছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন তিনি। রাতে তারাব বাজারঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত সোয়া ১২টার দিকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াছমিন বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় নিহত মোশারফ হোসেনের সহযোগী শুক্কুর আলী, রিয়াদ ও সাইফুল ইসলামকে আসামি করা হয়। এদের মধ্যে সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মোশারফ হোসেনের স্ত্রী ইয়াছমিন আক্তার জানান, গত সোমবার রাত ১০ থেকে সাড়ে ১০টার দিকে মোশারফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলো তিনি। এ সময় হঠাৎ করে একটি বিকট শব্দ হয়ে মোবাইল ফোনের লাইনটি কেটে যায় এবং মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার স্বামীকে নির্মম ভাবে কুপিয়ে ও ভুর কেটে হত্যার পর পানিতে ফেলে দেয়া হয় বলে তিনি দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ