Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বিশ্বের শোষিত মানুষের প্রতিনিধি হিসেবে বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর আবির্ভাব ঘটেছিল: প্রতিমন্ত্রী পলক

সিংড়া,(নাটোর) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৭:৩৭ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি নাটোরের সিংড়ায় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু স্বাধীনতাই উপহার দেননি, মাত্র সাড়ে তিন বছরে তিনি যুদ্ধ বিধ্বস্থ দেশকে ‘সোনার বাংলা’য় পরিণত করতে উন্নয়নের ভিত্তি রচনা করেন। শুধু উন্নয়নই নয়, সারা বিশ্বের শোষিত মানুষের প্রতিনিধি হিসেবে বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর আবির্ভাব ঘটেছিল। কুচক্রী মহল বঙ্গবন্ধুর এই উত্থানকে মেনে নিতে পারেনি, তাকে নির্মমভাবে হত্যা করে।

১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ তথা দেশকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করেছি, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করছে। তাই কোন ষড়যন্ত্র সফল হবে না। ১৯৭৫’র ১৫আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। একাত্তরের পরাজিত শক্তিরাই ওই সময়ে হত্যাকান্ডের সাথে জড়িত। ৭১এর পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে উন্নয়ন, অগ্রযাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হত্যা করতে চেয়েছিল। বিএনপি-জামায়াত জোট ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২৪জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছিলেন ৪০০জন নেতা-কর্মী।

সিংড়া বাসস্ট্যান্ডে আয়েজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

প্রধান বক্তা নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। আরও বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জন্নাতুল ফেরদৌস,সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু,সাবেক ক্রীড়া মন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ