Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কোম্পানীগঞ্জে আরএনবি সদস্যকে কুপিয়ে গোডাউন লুটের চেষ্টা

কোম্পানীগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৭:৩২ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের গোডাউন লুটের চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। শনিবার দিবাগত রাত আড়াইটায় রেলওয়ের বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রেলওয়ের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আরএনবি'র সিপাহী মোঃ নাজমুল হাসান ও মোজাফফর আলী। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আরএনবি সুত্রে জানা যায়, রেলওয়ে চালু থাকা অবস্থায় সেখানে একটি গোডাউন করা হয়েছিল। যেটিতে নতুন ও পুরাতন বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রাখা হতো। রেলওয়েটি বন্ধ হওয়ার পর এই গোডাউন আর খোলা হয়নি। গোডাউনে তখনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রয়েছে। যেটিকে সার্বক্ষণিক পাহারায় থাকে আরএনবি'র সদস্যরা। শনিবার দিবাগত রাতে নিরাপত্তার দ্বায়িত্বে থাকা ২ জন আরএনবি সদস্যকে সঙ্ঘবদ্ধ আক্রমণ করেন ১৫/২০ জনের একটি দল। তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের মুখে ও হাতে কসটিব পেচিয়ে কুপিয়ে জখম করে। দুষ্কৃতিকারীরা গোডাউনের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটকে ফেলে রাখে। তবে কোন মালামাল নিয়ে যায়নি।

সিলেট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিপ ইনস্পেক্টর এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের নিরাপত্তায় থাকা আমাদের ২ জন সদস্যকে দুষ্কৃতিকারীরা হাত-পা বেঁধে কুপিয়ে জখম করেছে। রোপওয়ের জমি থেকে পাথর চুরিতে বাঁধা দেওয়ায় হয়তো তারা এই আক্রমণ করেতে পারে। তবে কোন মালামাল দুষ্কৃতিকারীরা নিতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে মামলা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ