Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২৪

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আক্কাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আক্কাস ফাল্গুনী পরিবহনের চালক বলে স্থানীয়রা জানিয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা  ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী একটি ঘোনাপাড়া নামক স্থানে বাসের সামনের ডান পাশের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ২৬ জন আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত ২৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস নামে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। তাদের ঢাকা ও খুলনা পাঠানো হয়েছে। খবর পেয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার হাসপাতালে এসে হতাহতদের চিকিৎসার খোঁজখবর নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ