Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তেরপাল’ আর ‘ধাইজ্জ্যে’ সংগ্রহে বাজারে পদচারণা বাড়ছে চাষিদের

রাউজানের মাঠজুড়ে ফসলের হাসি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : এখন অগ্রহায়ণ মাস। চট্টগ্রামের রাউজানের উপজেলার প্রান্তজুড়ে ফসলের মাঠে দোলা দিচ্ছে সোনালি ধান। পাকা ধানের মৌ মৌ গন্ধে ফুটেছে কৃষাণের মুখে হাসি। এই সোনালি ফসল ঘরে তুলতে কৃষাণের চলছে নানা প্রস্তূপতি। তাই প্রয়োজনীয় উপকরণ কেনাকেটায় কৃষকরা ভিড় জমাচ্ছে স্থানীয় হাটবাজারে। এদের মধ্যে উল্লেখযোগ্য উপকরণ হলো ‘চট বা চাটা’। প্লাস্টিক, সিমেন্ট বা চালের বস্তা দ্বারা তৈরি চটকে স্থানীয় ভাষায় বলা হয় ‘তেরপাল’ আর বাঁশের তৈরি চাটা বলা হয় ‘ধাইজ্জ্যে’। কাকড় ও বালিমুক্তভাবে মাড়াই করা ধান শুকাতে বা স্তূপ রাখতে এই উপকরণগুলো ব্যবহার করেন কৃষকরা। কয়েকজন প্রবীণ কৃষকের সাথে কথা বলে জানা যায়, বছর পাঁচেক আগে ফসল ঘরে তোলার পক্ষকাল পূর্ব থেকে কৃষাণীরা দলবেঁধে এঁটেল, দোআঁশ ও গোবর সংমিশ্রিত আঠালো মাটি দ্বারা উঠান লেপনে ব্যস্ত সময় পার করত। হঠাৎ বৃষ্টিতে লেপনকৃত উঠান পানিতে ধুয়ে গেলেও পুনরায় কৃষাণীরা লেগে যেত উঠান লেপনের কাজে। কৃষকদের প্রায় প্রতিটি বাড়ির লেপনকৃত উঠান থাকত তকতকে পরিষ্কার। মাঠ থেকে আনা খড়সহ ধানের স্তূপ (পাড়া), গরু, কল দ্বারা ধান মাড়াই, ধান শুকানো, খড় শুকানোসহ ধান গোলা বা আড়তে মজুদ রাখার পূর্ব পর্যন্ত যাবতীয় কাজ এই উঠানে সম্পাদন করত। এখন কৃষাণের বাড়িতে এমন উঠান খুব কমই দেখা মিলে। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রযুক্তির উৎকর্ষতা। এখন ধান কাটা, ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে অভিনব যন্ত্রপাতি। স্বল্প সময়ে, স্বল্প পরিশ্রমে কৃষক ঘরে তুলছেন অধিক ফসল। তাই লেপানো উঠানের বিকল্প হিসেবে কৃষকের নিকট অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ হয়ে দাঁড়াল এই চট বা চাটা। রাউজানের বিভিন্ন হাটবাজারে এই চট বা চাটা পাওয়া গেলেও এর সবচেয়ে বড় বাজার হলো উপজেলা সদরের ফকির হাট। এখানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই বাজারে এসে চটের দোকানে ভিড় করছে। উপজেলার কদলপুর থেকে চট কিনতে আসা মোহাম্মদ কবির নামের এক কৃষক জানান, দু’এক দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। তাই কাটা ধানের পাড়া (স্তূপ) ও মাড়াইয়ের জন্য চট কিনতে এসেছি। তিনি আরো জানান, চট সহজে যেখানে সেখানে ব্যবহার করা যায়। বৃষ্টি হলে ধানের পাড়ার (কাটা ধানের স্তূপ) উপর তেরপাল (চট) দিয়ে ঢেকে দিলে বৃষ্টির পানি থেকে রেহায় পাওয়া যায়। কিন্তু বাজারে চটের দাম বেশি মনে হচ্ছে। উপজেলার ফকির হাটের চট বিক্রেতা ঢেউয়া পাড়া এলাকার মৃত ফজল আহম্মদের পুত্র মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমন ও বোরো ফসল ঘরে তোলার সময় চটের চাহিদা বেশি থাকে। তাই তুলনামূলকভাবে বছরের অন্যান্য সময়ের চেয়ে বেচাও বেশি হয়, দামও বেশি থাকে।  বাকি সময়গুলোতে তেমন বেচা থাকে না। এমনকি সপ্তাহে একখানাও বিক্রি হয় না। তার দাদা, বাবাও এই ব্যবসায়ে জড়িত ছিলেন। সুবাদে শৈশবকাল থেকে সে বাপ-দাদার ব্যবসার প্রতি ঝুঁকে পড়েছেন। আগে বাঁশের চটা, লাই, কুলা, চাকুনি নিজেরা তৈরি করলেও এখন বেশিরভাগ উপকরণ বিভিন্ন স্থান থেকে ক্রয় করে এনে বিক্রি করছে। একটি ১৮০ (১২*১৫) বর্গফুটের প্লাস্টিকের চটের দাম পড়ে ৬০০-৭০০ টাকা, আকার অনুসারে বাঁশের চটের দাম ১০০-৪০০ টাকা আর সিমেন্ট বা চালের বস্তা দ্বারা তৈরি চটের দাম ১০ বস্তার চট ১০০ টাকা, ২০ বস্তার চট ২০০ টাকা। তবে বাঁশের চটের চেয়ে প্লাস্টিকের চট বেশি চলে বলে জানান বিক্রেতা মহিউদ্দিন। কালের আবর্তে সহজ ব্যবহারোপযোগিতার কারণে কৃষকের নিকট জনপ্রিয় হয়ে ওঠে এই প্লাস্টিকের চট। অধিকহারে প্লাস্টিকের চট ব্যবহারের কারণে বাড়ছে পরিবেশের উপর হুমকি। সেই সাথে বিলুপ্তির পথে বাঁশ ও বেত শিল্প। এছাড়াও ফসল তোলার মৌসুমে চট ব্যবসায়ীরা মোটামুটি ব্যবসা করলেও বাকি সময়গুলোতে অনেক চট ব্যবসায়ী ঋণের বোঝাসহ নানা কারণে মানবেতর জীবন অতিবাহিত করে বলে জানা যায়।



 

Show all comments
  • মোঃকাশেম ৬ অক্টোবর, ২০২০, ৫:১৭ পিএম says : 0
    cittagong
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ