Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলায় অর্থ ও সম্পদ আত্মসাতের দায়ে ছেলের বিরুদ্ধে পিতা সংবাদ সম্মেলন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে সাবেক জেলা পরিষদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও বর্তমান জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব একেএম হারিজ কোন বিচার না পেয়ে ছেলের বিভিন্ন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সত্তর ঊর্ধ্বে একেএম হারিজ সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন, শফিউল আলম খোকন আমার প্রথম পরিবারের বড় ছেলে। সে আমার সমস্ত থাকার বাসস্থান, সকল সম্পত্তি ১০ কোটি টাকার মূল্যবান গাছ কেটে নেয়। তার বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করায় সে আমাকে নানাভাবে মারধরসহ অন্যায় অত্যাচার করে আসছে। তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাপ্তাই থানায় পরপর ৬টি অভিযোগ দাখিলের কথা উল্লেখ করেন। তার অত্যাচার অতিষ্ঠ হয়ে আমি ২০১৩ সালে রাঙ্গামাটি নোটারী পাবলিক চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ত্যাজ্যপুত্র করি। সর্ব শেষ গত দু’মাস পূর্বে কাপ্তাই নির্বাহী কর্মকর্তার আদালতে একটি অভিযোগ দাখিল করলে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম শুনানিতে বলেন, এটি পরিবারিক বিষয়, বিধায় পারিবারিক আদালতে আদালতে শরণাপন্ন হওয়ার কথা উল্লেখ করেন বলে জানান। সংবাদ সম্মেলনে একে এম হারিজ এর সুষ্ঠু বিচার দাবি চেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য দাবি করেন। পিতার সংবাদ সম্মেলনের সংবাদ শুনে অভিযুক্ত শফিউল আলম খোকন প্রতিনিধিকে ফোন করে বলেন, আমার পিতা যে সংবাদ সম্মেলন করেছে আমার বিরুদ্ধে তা  মিথ্যা বানোয়াট, সে আমাকে ত্যাজ্য করেছে। কিন্তু ছেলে হিসাবে আমাকে কোন সম্পত্তি বা কোন কিছুর ভাগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ