Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও পুরষ্কার জিতলো নুহাশের ‘মশারি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৪:২১ পিএম

একের পর এক পুরষ্কার জিতে চলেছে নুহাশ হুমায়ুনের নির্মিত স্বল্পদৈর্ঘ সিনেমা ‘মশারি’। এবার অস্কারে যোগ্যতা অর্জনকারী হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা হরর মুভি হিসেবে জিতেছে ‘মশারি’। শুধু তাই নয়, এ প্রতিযোগিতার সেরা আটটি ফিল্মের একটি হিসেবেও সম্মানিত করা হয়েছে সিনেমাটিকে। সোশ্যাল মিডিয়ায় এমন তথ্য নিজেই জানিয়েছেন নুহাশ হুমায়ূন ।

রোববার (২১ আগস্ট) সকালে দেওয়া এক পোস্টে পুরস্কার হাতে নিজের ছবিও দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে মশারি শ্রেষ্ঠ ভৌতিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আট চলচ্চিত্রে স্থান করে নিয়েছে।’

২২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটিতে উঠে এসেছে পৃথিবীর ধ্বংসের শেষপ্রান্তে জনমানব শূন্য দুই বোনের গল্প। এতে অভিনয় করছেন ‘ন ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল। এছাড়া ‘মশারি’র মাধ্যমে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা অনোরা সাইফের অভিষেক হচ্ছে। তিনি শীলা আহমেদের মেয়ে।

এর আগে ‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে ‘মশারি’। গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভালেও ‘মশারি’ পুরস্কৃত হয়। এ উৎসবে জুরি পুরস্কার ‘বুচেন চয়েস’ জেতে ‘মশারি’। এছাড়া ‘সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈঘ্য এ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ