Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তারা জেনে নিন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামীলীগের, সামাজিক মাধ্যমে নেটিজেনের প্রতিক্রিয়া !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১:২৩ পিএম

“তারা জেনে নিন, সিলেট মহানগর আওয়ামীলীগের প্রথম সদস্য ও সিলেট জেলা আ্ওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। যারা জানেন না তাদের এ উদ্দেশে এভাবে বার্তা দিচ্ছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতীতের একটি এ্যালাবাম থেকে ছব্ওি পোস্ট করেছেন মাহফুজ হাসান তান্না নামের একজন। অপর একটি পোস্টে তিনি লিখেছেন, জুম্মায় জুম্মায় দুইদিন রাজনীতির ময়দানে । মজার ব্যাপার হচ্ছে জননেত্রী যখন একজনকে দীর্ঘদিন যাবৎ চিনেন জানেন তাদের উপর বিশ্বাস থাকার কারণে সরকারের গুরুত্বপূর্ণ পথ গুলো দেওয়া হচ্ছে ও দেওয়া হয়েছে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদার বেপারি হয়ে জাহাজের খবর নেওয়া। নেত্রী যাকে পছন্দ করেছেন তাকে যদি সাপোর্ট করা হাইব্রিড হয় তাহলে তো দাঁড়ায় শেখ হাসিনাকে এই কথা বলার শামিল কারন সরকার প্রধান ওনাদের পছন্দ করেন এবং বিশ্বাস করেন। এখন আদার ব্যাপারীরা কি বলবেন, একটু বলেন শুনি লম্বা লম্বা কথা ফেসইবুকে লেখার আগে চিন্তা করে লেখবেন সরকার ক্ষমতায় দীর্ঘদিন যাবত ক্ষমতায় যখন ছিল না তখন আপনার বয়স ছিল ১০ বছর থেকে ১১ বছর। তখন দাঁড়াইয়া মুতিতেন রাজনীতি তো অনেক দূরে ছিল। একটি বক্তব্য নিয়ে দেশ জুড়ে দুদিন ধরে তোলপাড় চলছে। একই সঙ্গে চলছে সমালোচনা। এমন অবস্থায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আব্দুল মোমেন দলের কেউ নন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তার বক্তব্য সঠিক নয়; আওয়ামী লীগের কমিটিতে নাম রয়েছে মোমেনের’’।

বৃহস্পতিবার চট্টগ্রামে শুভ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতকে বলে এসেছি, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেসব করুন।’ গত শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে ১৫ আগস্ট স্মরণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানকে। উত্তরে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন।’

পরে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করলে আব্দুর রহমান বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী দলের সঙ্গে সম্পৃক্ত নন। দলে তার কোনো পদ-পদবিও নেই। তিনি সরকারের মন্ত্রী। কাজেই তিনি যা বলবেন সেটা কোনোভাবেই দলের বক্তব্য হতে পারে না। কাজেই পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে ফেলা সমীচীন নয়।’

মোমেনের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। কিন্তু তাই বলে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব! এ ধরনের অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে রয়েছেন ড. এ কে আবদুল মোমেন। ২০২১ সালের ৮ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে ৭৫ সদস্যবিশিষ্ট সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ড. মোমেন।

কমিটিতে আবদুল মোমেনের নাম থাকার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আবদুল মোমেন আমাদের কমিটির এক নম্বর সদস্য হিসেবে আছেন। আর এক নম্বর সদস্য দলে খুবই গুরুত্বপূর্ণ পদ।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানের দাবি প্রসঙ্গে জানতে চাইলে মাসুক উদ্দিন বলেন, ‘আব্দুর রহমান কী বলেছেন জানি না। তবে দলের কেউ না হলে তিনি কীভাবে দলীয় প্রতীকে এমপি ও পরে সরকারের মন্ত্রী হন ?’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ