Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক নির্মাণের এক মাসের মাথায় ভেঙে পড়ছে পুকুর-ডোবায়

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজী উপজেলার সর্বত্রই উন্নয়নের নামে হরিলুট চলছে। মনে হয় দেখার কেউ নেই। জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় উপজেলার কারামতিয়া বাজার  ওলামা বাজার সড়কে মেরামতের জন্য ১৭৬.৩৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। মেসার্স দ্যা নিউ ট্রেড লিংক নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৬ জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে এবং তা সমাপ্ত হয় ১৫ অক্টোবর ২০১৬। এলাকাবাসী জানায়, সড়কটি নির্মাণের সময় ময়লাযুক্ত বালি, অপরিষ্কার পাথর, নি¤œমানের বিটুমিন দিয়ে কাজ করার সময় স্থানীয়রা ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীদের বার বার অভিযোগ করার পরও কর্ণপাত করেনি। যার কারণে সড়কের এই বেহাল অবস্থা সৃষ্টি হয়। সরেজমিন দেখা যায়, ওলামাবাজার থেকে রসুলপুর পর্যন্ত কয়েকটি স্থানে সড়কটির অংশবিশেষ পার্শ্ববর্তী পুকুর ও ফসলি জমিতে তলিয়ে যায় এবং বেশ কয়েকটি স্থানে সড়কে ফাটলের সৃষ্টি হয়। এদিকে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কে মেরামতের জন্য ৭৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। মাত্র ৩ মাস পূর্বে নির্মাণকাজ শেষ হলেও বর্তমানে কয়েকটি স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়। যার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটেই চলছে। চর সোনাপুরের ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ আবুল কালাম জানান, নির্মাণের নামে এই হরিলুট আর কত দিন চলবে। এ ব্যাপারে সোনাগাজী উপজেলা প্রকৌশলী মিনহাজ মোস্তফা বলেন, সড়কগুলো ভেঙে যাওয়ার খবর পেয়েছি। শীঘ্রই সরেজমিন  পরিদর্শনে যাব। তিনি আরো বলেন, সড়কগুলো নির্মাণের ১ বছরের মধ্যে যদি ভেঙে যায় বা গর্তের সৃষ্টি হয় বা ফেটে যায়, চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করতে বাধ্য। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাজুল ইসলাম জানান, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ টেবিলে টেবিলে পার্সেন্টেস দেয়ার কারণে সিডিউল অনুযায়ী মান বজায় রেখে কাজ করা সম্ভব হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ