Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক সুরক্ষা সেবা বিষয়ক গণশুনানি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় উন্নয়ন সংস্থা ইনডাব আয়োজিত স্পীড প্রকল্পের সামাজিক সুরক্ষা সেবা বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়। এ গণশুনানিতে ভিজিএফ সেবার মানোন্নয়নে স্থানীয় সরকারের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে উপকারভোগী ও সেবদাতাদের প্রশ্নোত্তরের মাধ্যমে মতামত নেয়া হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গত বুধবার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের চেয়ারম্যান মো: খিজির সরদার সভাপতিত্ব করেন। শুনানিতে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ভিজিএফ উপকারভোগীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণকারী শুনানিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তির অসন্তুষ্টির কথা তুলে ধরেন। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপকারভোগীদের অসন্তুষ্টি ও অভিযোগের কথা মনোযোগ দিয়ে শোনেন ও তাদের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে আগামীতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তারা সুরক্ষা সেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সীমাবদ্ধতা যেমন ভিজিএফ এর চাল ইউনিয়ন পরিষদ পর্যন্ত আনতে পরিবহন ব্যয়, দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় অপ্রতুল কার্ডের সংখ্যা ইত্যাদি বিষয়ে উচ্চ পর্যায়ে এডভোকেসী করার জন্য ইনডাবকে সুপারিশ করার জন্য অনুরোধ করেন। তিনি এ ধরনের আয়োজনের জন্য ইনডাব এবং দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ