বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
থানায় গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন পুলিশকে এর থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা যা চাচ্ছেন, তা-ই পাচ্ছেন। কিন্তু আপনাদের কিছু কিছু কর্মকাণ্ডে আপনাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের অনেক ভালো কাজ আছে, সেটা নিয়ে আমরা গর্ব করি। কিন্তু থানায় গেলে সাধারণ মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে সেবাটা সঠিকভাবে দিতে হবে। বর্তমান সরকারের আমলে আপনারা নিরাপদ, আপনাদের পরিবার নিরাপদ। তাহলে আপনাদের আর চাওয়া-পাওয়ার কী থাকতে পারে? আপনারা যদি প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিত হন, তাহলে মানুষ সঠিক সেবা পাবে। পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে না।’
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ও এ কে এম সরোয়ার কামাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।