Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডিমের আড়তে অভিযান, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৯:৩৭ পিএম

অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চট্টগ্রামে ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারি পরিচালক আনিছুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে অভিযানে নামে ভোক্তা অধিকার। এরই অংশ হিসেবে রেয়াজুদ্দিন বাজারের দুটি দোকান এবং স্টেশন রোডের আরও তিনটি দোকানে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, ডিমের আড়তদাররা একেকজনের কাছে একেক দামে ডিম বিক্রি করছেন। দোকানে কোনো মূল্য তালিকা ছিল না। ফলে তিনটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ