Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে খেয়া পারাপারকালে ছাত্রীদের সাথে অশোভন আচরণ: ছাত্রীদের বিক্ষোভ

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৯:০৬ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা নদী পারাপারের সময় শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণের প্রতিবাদে ২০ আগস্ট মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সম্মুখে বিক্ষোভ করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জানা যায়, খেয়া পারাপারের সময় নৌকা ঘাটে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে টোল আদায়কারীরা প্রায় সময় অশালীন আচরণ করে থাকে। এরই প্রতিবাদে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষার্থীদের নিয়ে থানায় যান।

জানা যায়, খেয়া ঘাটে গত বুধবার বেশ কয়েকজন ছাত্রী স্কুলে আসার পথে খেয়া ঘাটের টোল আদায়কারীরা তাদেরকে উত্যক্ত করে। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

থানার এসআই হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে দুইজন আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ