Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এফডিসিতে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এফডিসিতে এখন কোনো কাজ না থাকলেও ইউটিউবারসহ বহিরাগতদের ভিড় থাকে। কোনো নায়ক-নায়িকা এফডিসিতে এলেই তারা ঘিরে ধরে। এতে তারা বিব্রত হন। এ নিয়ে লেখালেখি হলেও কোনো প্রতিকার হয়নি। বহিরাগতদের উৎপাতের শিকার হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে যান তিনি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার পর দেখেন তার সাথে থাকা ব্যাগটি নেই। চুরি হয়ে গেছে। ব্যাগের ভেতর তার আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপুর্ণ জিনিসপত্র ছিল। অরুণা বিশ্বাস বলেন, একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা পাশেই রেখেছিলাম। কথা বলে শেষ করে দেখি ব্যাগ নেই। ব্যাগে একটি আইফোন ১১, স্যামসাং এ ৫২, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয় পত্র, বাসার বিভিন্ন চাবি ও অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণ মানুষের অবাধ যাতায়াত বেড়েছে। এটি একটি কেপিআইভুক্ত এলাকা। এখানে কারা ঢুকছে, কাদের সহায়তায় ঢুকছে এসব তদারকি করা দরকার। এ ধরনের কোনো তদারকি না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। তদারকি না বাড়ালে এমন অনাকাক্সিক্ষত ঘটনা আরো ঘটতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ