Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্র্যাভিস স্কট ছাড়িয়ে গেলেন বিটিএসকে

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

৩১ বছর বয়সী র‌্যাপ তারকা ট্র্যাভিস স্কট তার সাম্প্রতিক সপ্তাহান্তের কনসার্টে তার নামের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য বিক্রির ক্ষেত্রে যুক্তরাজ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আর তাতে এই শিল্পী এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সুপারব্যান্ড বিটিএসের সৃষ্ট রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বিটিএস ২০১৮তে তাদের ‘লাভ ইওরসেল্ফ ওয়ার্ল্ড ট্যুর ইউকে’তে পণ্য ১ মিলিয়ন ডলার পণ্য বিক্রি করে রেকর্ড সৃষ্টি করেছিল। টিএমযির খবর।
ট্র্যাভিসের টিম লন্ডন কনসার্টের জন্য বিশেষভাবে হুডি তৈরি করে তা বিক্রি করে। প্রতিটি হুডির দাম রাখা হয় ১০০ থেকে ১২৫ ডলার আর শার্ট ও টি-শার্টের দাম ধরা হয় ৪৫ ও ৭৫ ডলার, এবং প্রতিটি হ্যাটের জন্য ভক্তদের দিতে হয় ৪৫ ডলার। এই কনসার্টে মার্কিন এই গায়ককে সঙ্গ দেন তার সঙ্গিনী কাইলি জেনার এবং তাদের দুই সন্তান। তাদের কন্যা চার বছরের স্টর্মি, ছয়মাস বয়সী ছেলেটির নাম প্রকাশ করা হয়নি। এক সপ্তাহ আগে এই জুটি ঘোষণা দেন তারা একসঙ্গে জোরালোভাবে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ