রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লোডশেডিং-এর প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, দব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে স্থানীয় চকবাজার মসজিদের মোড় থেকে শত শত আলেম ওলামা ও মুসুল্লিদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলের শব্দে পুরো মুজিব সড়ক প্রকম্পিত হয়ে উঠে। মিছিল শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাহবুবুল হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম, মাওলানা মুনসুরুল ইসলাম। এ সময় দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জ্বালানি তেলের মূল্য, দব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিং এর কারণে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং সরকারকে ব্যাপারে হস্তক্ষেপ করা দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।