রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাই উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ আগস্ট ১ম দিন উপজেলার কুশুরা ডালিপাড়ায় আহম্মদ আল জামান (সিআইপির) সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গত শুক্রবার বিকেলে ধামরাই পৌর শহরের ঐতিহাসিক যাত্রাবাড়ি মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক। আরো বক্তব্য রাখেন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সিআইপি), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আ.লীগ নেতা নূরুল ইসলাম, বেনজির আহামেদ মুকুল, এড. তারেক, মাহাতাব আলম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক সুজন। ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। ১৬টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।