রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। গতকাল শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সুপার হিসেবে কিশোরগঞ্জে যোগদান করেন তিনি। মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষকে জানমালের সর্বোচ্চ নিরাপত্তা ও আইনি সেবা দেওয়াসহ সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, অনির্বান চৌধুরীসহ জেলায় বিভিন্ন কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।