Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে স্থানীয় দেওড়া বেক্সিমকো রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি ০১টি সুইচ গিয়ার ৩টি ছোরা ও ৬টি ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, টঙ্গীর মিলগেট কো-অপারেটিভ মার্কেটের মৃত আব্দুস সোবহানের ছেলে রমজান আলী রাজু , পাবনা জেলার আটঘরিয়া থানার নজরুল ইসলামের ছেলে খুরশেদ আলম, টঙ্গীর বড় দেওড়া পরান মন্ডলের টেক এলাকার জালাল বেপারীর ছেলে বুলু ওরফে জুয়েল, একই এলাকার শরিফুল ইসলামের ছেলে সাগর মিয়া, রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকার হাফিজুর রহমানের ছেলে আরাফাত রহমান সৈকত, টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে ফয়সাল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বড় দেওরা বেক্সিমকোর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র ও ৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ