রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগানের ভেতর থেকে অপরিচিত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে রায়পুর ইউনিয়নের চরপলোয়ান ১নং ওয়ার্ডের দেওয়ান বাড়ির দক্ষিণে ঢালীবাড়ির গনি মিয়ার সুপারি বাগান থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত ওই নারীর বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মাদ শেখ সাদি ও ইউনিয়ন চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী (সুমন)। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে সুপারি বাগানের ভেতরে অর্ধগলিত অবস্থায় ওই নারীর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে লাশের সুরতহাল করেছেন রায়পুর থানার পরিদর্শক হাসান জাহাঙ্গির। তিনি বলেন, ওই নারীর লাশটি পচে-গলে গেছে। দেখে চেনার কোনো উপায় নেই। ধারণা করা হচ্ছে, গত বুধবার রাতে ওই স্থানে লাশটি পড়ে আছে। লাশের পাশে একটি ব্লেড ও লাল ওড়না পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ওই নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।