Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ৩:৩০ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ৪০ জন আহত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জলমহাল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় শহিদ মিয়া (৪০), মহিবুর রহমান (২৫), কাইয়ুম মিয়া (৩০) ও জুবেল মিয়াকে (১৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার রহমপুর গ্রামের শের আলীর ছেলে মস্তু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জলমহাল নিয়ে বিরোধ চলছিলো একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মেম্বার আলী রহমানের। এ নিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে নারী শিশুসহ অন্তত ৪০ জন আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ