Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাবাহী ৬ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ২:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ছয়টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী পানিসীমানা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নৌকা ফিরিয়ে দেয়া হয়।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার ভোররাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাফ নদীর জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে।

এ নিয়ে গত ২ সপ্তাহে রোহিঙ্গা বোধাই শতাধিক নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। এদিকে নোবেলজয়ী অং সান সুচির দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর রক্তাক্ত জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। হত্যা করা হচ্ছে নারী, শিশু ও পুরুষদের। প্রতিদিন নতুন নতুন এলাকায় হামলা চালানো হচ্ছে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ১০ হাজারের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ