পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : ২১তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় বিক্রিতে ভালো অবস্থানে দেশীয় ব্রান্ড ওয়ালটন। মেলায় আসা দেশী-বিদেশী ইলেক্ট্রনিক্স কোম্পানিগুলোর মধ্যে একমাত্র ওয়ালটনেরই বিক্রি সবচেয়ে ভালো। মেলায় নতুন মডেলের অনেক পণ্য, এলইডি টিভির দাম কমানো বিশেষ করে সিআরটি টিভির দামে এলইডি টিভি পাওয়ায় এখন এলইডি টিভি বেশি বিক্রি হচ্ছে। এছাড়া রেফ্রিজারেটর, এলইডি টিভি, মোটরসাইকেল, হোম এপলায়েন্স, এয়ার কন্ডিশনারসহ নতুন নতুন মডেলের অনেক পণ্যের সমাহার ঘটিয়েছে ওয়ালটন। এর মধ্যে ফ্রিজ ও হোম এপ্লায়েন্সের বিক্রি ব্যাপকভাবে বেড়েছে বলে জানা গেছে। ওয়ালটন প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা জানান, মেলায় অন্যান্য ইলেক্ট্রনিক্স কোম্পানিগুলোর তুলনায় ওয়ালটন প্যাভিলিয়নে ভিড় বেশি। বিকেলের দিকে দর্শনার্থীরা যেন হুমড়ি খেয়ে পড়েন। তারা শুধু পণ্যের দরদাম ও পণ্যের মডেল সম্পর্কে খোঁজ-খবরই নিচ্ছেন না, পণ্য কিনছেনও। টিভি, মোবাইল, ফ্রিজের পাশাপাশি অনেকেই হোম এপ্লায়েন্সও কিনছেন। মেলায় ওয়ালটনের মোবাইল, ফ্রিজ ও এলইডি টিভিকে ঘিরে দর্শনার্থীদের আকর্ষণ বেশি লক্ষ্য করা গেছে। গ্রাহকদের জন্য নতুন বছরের উপহারস্বরূপ ওয়ালটন মডেল ভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম কমিয়েছে। ব্যাপক মূল্য হ্রাসের ফলে ক্ষেত্র বিশেষে সিআরটি টিভির দামে পাওয়া যাচ্ছে এলইডি টিভি। দেশব্যাপী দাম কমানোর পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়নে এলইডি টিভিতে সর্বোচ্চ সাত (৭) শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানালেন, এনড্রোয়েড স্মার্ট ৪-কে টেলিভিশনে আছে এক জিবি প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট রোমসহ ইন্টারনেট সুবিধা। এছাড়া ১২ হাজার ৯৫০ টাকা ৮৫ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের এলইডি টিভি। প্রতিষ্ঠানটির স্মার্ট ফোনের মধ্যে এবারের মেলায় নতুন এসেছে প্রিমো এনএক্স-৩, প্রিমো আর-৪, প্রিমো ভি-২, প্রিমো জেডএক্স-২, প্রিমো ডি-৭। যার মধ্যে প্রিমো জেডএক্স-২ দুই গিগাহার্জ প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট রোমসহ অত্যাধুনিক সব প্রযুক্তি সম্পন্ন। দাম ৩৫ হাজার ৯৯০ টাকা। এছাড়া ৩ হাজার ৬৯০ টাকা থেকে ১৬ হাজার ৪৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অন্যান্য স্মার্ট ফোন। ইনভার্টার প্রযুক্তিসম্পন্ন একটি নতুন ফ্রিজ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ৮ বছরের গ্যারান্টি। এছাড়া ১৭ হাজার ৪০০ টাকা থেকে ৫৯ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব ধরনের ফ্রিজ। প্রতিষ্ঠানটির অন্যান্য টিভির মধ্যে আছে ২৪ থেকে ৫৫ ইঞ্চি কালার লাইন এলইডি টিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।