Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতির সময় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ১১৩ রাউন্ড বুলেট, ১০টি শটগানের কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মো. নুরুল আবছার, একই ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান টিটু, হাটহাজারীর কুয়াইশ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অত্যাধুনিক একে-২২ রাইফেল, ইতালির নির্মিত পিস্তল, থ্রি নট থ্রি রাইফেল, একনলা বন্দুক, এলজি, শটগানের কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরোদ্ধে মামলা রুজু করে গতকাল বুধবার তাদের আদালতে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ