Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সুখবরের ইঙ্গিত দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ৭:২৪ পিএম

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান দেশে ফিরলেন সুপারস্টারের মতোই। দীর্ঘ ৯ মাস পর তিনি ফিরেছেন দেশের মাটিতে। ফিরেই ভক্তদের ভালোবাসায় মুগ্ধ তিনি। আজ বুধবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে বিমানবন্দরে নেমে ভক্তদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন বাংলা সিনেমার এই সুপারস্টার। প্রায় দেড় ঘণ্টা সময় ভক্তদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেছেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও। জানিয়েছেন, ভালো ভালো সংবাদ অপেক্ষা করছে।

বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালো বেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’

ঢাকায় ফেরার পর এখন কোন কাজগুলোতে নজর দেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর শাকিব বলেন, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করবো তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’

নয় মাস পর আমেরিকা থেকে দেশে ফিরলেন তিনি। সেখানে অবস্থান ও কাজ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্থান তৈরি করা। এ কারণে একটা ছবির মহরত করেছি নিউ ইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরও ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক বাংলা ছবি।’

এরপর দুপুরে গুলশানের বাসায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শাকিব বলেন, ‘সুখে দুঃখে সবসময় আমি আমার ফ্যানদের পেয়েছি। দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। আমেরিকা গিয়েও উপলব্ধি করেছি আমাকে বাঙালিরা কতটা ভালোবাসে। আমাকে তারা ভালোবাসে জানতাম, কিন্তু এতটা ভালোবাসে দেশে না থেকে যেন আরও উপলব্ধি হয়েছে। আমাকে তো পারলে ভক্তরা প্লেনের ভেতর থেকে রিসিভ করে। এতটুকু বলবো এই ভালোবাসাকে আমি অনেক শ্রদ্ধা করি। দিনশেষে এইতো আমার পরিবার। সুখবরগুলো খুব দ্রুতই একটা একটা দিতে শুরু করবো। সুখবর শুনে ফ্যানরা আনন্দিত হবেন।’

এদিকে শাকিব খান আজ দেশে ফেরার বিষয়টি জানার পর ভক্তদের মাঝে উচ্ছ্বাস কাজ করছিলো। ফেসবুকে ঢালিউড খানের গ্রুপ থেকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সে আহ্বানে সাড়া দিয়ে ভক্তরা এদিন শাকিব খানের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন। বিমানবন্দর থেকে শাকিব খানকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ