বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্ববাজারে দাম কমার পরও দেশে জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোটের আহŸায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার এ ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হন বাম জোটের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। তবু সরকার বাড়তি মূল্যের কথা বলে বেশি দাম নিচ্ছে।
সংক্ষিপ্ত সমাবেশের পর পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাম জোটের নেতা-কর্মীরা শাহবাগের দিকে অগ্রসর হলে সেখানে কাঁটাতার দিয়ে গতি রোধ করেন আইন শৃংখলা বাহিনী। বাম জোটের নেতা-কর্মীরা কাঁটাতার সরাতে গেলে এসময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।
বিক্ষুব্ধ বাম দলের কর্মীরা সেখানেই অবস্থান নেন। এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবির সভাপতি শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের আহŸায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, ২৪ আগস্টের মধ্যে তাঁদের দাবি মানতে হবে। দাবি মানা হলে ২৫ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করা হবে। তিনি সকল গণতন্ত্রমনা দলকে হরতালে শরীক হওয়ার আহবান জানান।
সিপিবির সভাপতি শাহ আলম বলেন, এ সরকার গণবিচ্ছিন হয়ে আইন শৃংখলা বাহিনী ও আমলাদের সহায়তায় চলছে।
রাজেকুজ্জামান রতন বলেন, এই সরকার ক্রমাগত চোর-ডাকাতদের পাহারা দিয়ে যাচ্ছে। তারা কখনো সিঙ্গাপুর দেখায়, কখনো জার্মানি-অস্ট্রেলিয়া, এখন আমাদের বেহেশত দেখাচ্ছে। ডিমের দাম বাড়িয়ে দিয়েছে, যাতে মানুষ ডিম খেতে না পারে। আমাদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারা এখন বেহেশতে থাকতে চায়। তেলের দাম বাড়িয়ে কত লাভ করবেন? কৃষিক্ষেত্রে কত খরচ বাড়বে, পরিবহনে কত খরচ বাড়বে, শিল্পে কত বাড়বে! শুধু সার ও ডিজেলের দাম বাড়ানোর কারণে কৃষকের কৃষি উৎপাদন খরচ প্রতি বিঘায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে কৃষকের খরচ বাড়বে পাঁচ হাজার কোটি টাকা। তাই অবিলম্বে জ্বালানি তেল ও সারের দাম এবং পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।