Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৯৩

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনে স্থির রয়েছে। মৃত্যুশূন্য দিনে শনাক্তের সংখ্যাও শতকের নিচে নেমে এসেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৯৩ জনের দেহে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট দুই হাজার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ নয় হাজার ২২২ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৪ দশমিক ৪১ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য থাকায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৭১১ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) ও ১০ হাজার ৬০৩ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন। এসময় সুস্থ হয়েছেন ২২৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জনে। বাংলাদেশের মতো সারাবিশ্বেও করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, টানা দুই সপ্তাহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। মারা গেছেন ৬৪ লাখ ৫৭ হাজার ২৯৬ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৩ লাখ ৭ হাজার ৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ