রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
২২ বছর ধরে খাজনা-খারিজ দেয়া নিজেদের সম্পতি নিলাম হওয়ার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবির ভীমপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ২২টি পরিবারের নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের পাশে ভীমপুর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানববন্ধনে ভুক্তভোগী হাবিবুর রহমান, আ. রহিম বুলু ও ইসরাইল শেখ বলেন, ২০০১ সালে স্থানীয় জসিম উদ্দিনের নিকট থেকে আমরা জমিগুলো ক্রয় করেছি। সরকারি কোষাগারে খাজনা খারিজ দেয়া ওই জমিতে বাড়িঘর তৈরি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিল। কয়েক মাস আগে আমাদের সম্পত্তি আদালতের মাধ্যমে নিলাম হয়েছে। নিলামের বিষয়ে আমাদেরকে কোন নোটিশ দেয়া হয়নি এবং আমরা কেউ কিছু জানিনা। প্রতিকারের আশায় নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে আমরা সবাই মানববন্ধন করছি। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, আমার দেখা মতে অনেকদিন ধরেই তারা ওই জমিতে বসবাস করে আসছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।