Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শুরু হয়েছে মেগা ধারাবাহিক গোলমাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম | আপডেট : ১২:৫৫ এএম, ১৭ আগস্ট, ২০২২

আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘গোলমাল’। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। প্রচার হচ্ছে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে। কায়সার আহমেদ ও আল হাজেনের পরিচালনায় এত অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। এর গল্পে দেখা যাবে, নানা জেলার নানা লোকের বাস জনতা হাউজিংয়ে। ব্যক্তিগত ও নাগরিক জীবনের নানা ঘটনায় এখানকার লোকদের মধ্যে গোলমাল শুরু হয়। আবার মিলও হয়। এখানে প্রেম আছে। বিরহ আছে। আছে পরচর্চা। জনতা হাউজিংয়ের পাশাপাশি তিন বাড়ির বাসিন্দাদের গল্পও এ ধারাবাহিকে যুক্ত হয়েছে। এক বাড়ির মালিক বরিশালের জামানত আলী। আরেক বাড়ির মালিক নোয়াখালীর কাইজার হোসেন। অন্য বাড়ির মালিক সিলেটের জব্বার আলীর। তিন জনেরই গাড়ি আছে। জামানত আলী তার বাড়ির নাম দিয়েছেন ‘জামানত বাড়ি’। কাইজার হোসেনের বাড়ির নাম ‘কাইজার ভিলা’। অন্যদিকে জব্বার আলী তার স্ত্রী কুসুমের নামে বাড়ির নাম দিয়েছেন ‘কুসুম ভিলা’। জামানত আলীর বাড়ির ফাউন্ডেশন ছয় তলার হলেও টাকার অভাবে তিনি চারতলা পর্যন্ত তৈরি করতে পেরেছেন। অন্যদিকে, কৃপণ স্বভাবের কাইজার হোসেন ছয় তলাই করেছেন। আবার ঘুষের টাকায় নিজের নামে বাড়ি বানাতে না পেরে স্ত্রীর নামে পাঁচতলা বাড়ি করেছেন। এতে ঈর্ষায় ভোগেন জামানত আলী। তিনি কাইজার হোসেনকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ