Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নবাবগঞ্জে পরকীয়ার বাধা দেওয়ায় স্বামীকে হত্যা, পুত্র সহ ঘাতক স্ত্রী আটক

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৯:১৩ পিএম

আজ (সোমবার) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা পুলিশ স্বামীকে হত্যার দায় স্ত্রী ও পুত্রকে আটক করে। আটক মা ও ছেলে এখন শ্রী ঘরে । গতকাল রবিবার নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় আব্দুল গফফার কে হত্যা করে একটি বাস ঝাড়ের ভিতরে ফেলে রাখে আসে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনার থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতর ভাই বাদী হয়ে ঐদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আজ পুলিশ স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী ও পুত্রকে আটক করে ।

নবাবগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মৃত আব্দুল গাফ্ফার আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে স্ত্রীর সাথে পারিবারিক কলহ বিরোধ লেগে ছিল। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত আব্দুল গোফ্ফার আলীর স্ত্রী মোছা: পারুল বেগম ঘরের ভেতরে থাকা ইউক্যালিপটাস গাছের ডালের লাঠি দিয়ে তার স্বামী গোফ্ফার আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যের উপর দোষ চাপানোর জন্য ও নিজেদের বাঁচাতে মোছা: পারুল বেগম এবং তার ছেলে মোঃ পারভেজ কবির (২০) তাদের বাড়ী হতে ১০০ গজ দূরে বাঁশ ঝাড়ের ভিতর ফেলে রেখে আসে। আটক ২ জনকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বলেও থানা সূত্রে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ