রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আবু তালহা নামের একবছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এ ঘটনা ঘটে। আবু তালহা ওই এলাকার পরতাবের বাড়ির আরিফ হোসেনের ছেলে। স্বজনদের সূত্রে জানা যায়, আবু তালহা বাড়ির পাশের পুকুর ঘাটে খেলা করছিল। একসময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়ামিন ইসলাম তুহিন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশু আবু তালহার অকাল মৃত্যুতে ও স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।