রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ (অনুর্ধ্ব-১৭) জেলা চ্যাম্পিয়ন ফটিকছড়ি টিম এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন টিমকে স্থানীয় এমপি কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার সকালে উপজেলা পরিষদ জহুরুল হক হলে আয়োজিত এবং উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও মো. সাব্বির রাহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। শিক্ষক নেতা নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী প্রমুখ। পরে জেলা চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড় ও ম্যানেজার-কোচ মিলিয়ে ২০ জনকে এমপি কর্তৃক ১ হাজার নগদ টাকা এবং ১ হাজার টাকার প্রাইজবন্ড ও প্রাথমিক পর্যায়ের হারুয়ালছড়ির রাঙ্গাপানি চা বাগান এবং নারায়ণহাট জুজখোলা প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জনক্ষুদে খেলোয়াড়কে ৫০০ টাকা নগদ ও ৫০০ টাকার প্রাইজবন্ডসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্বিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।