Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে ‘অর্থহীন’-এর অষ্টম একক অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:১৫ পিএম

দেশের ব্যান্ড সংগীতের অন্যতম একটি ব্যান্ডের নাম ‘অর্থহীন’। এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সুমন ওরফে বেজবাবা সুমন। এই সংগীতশিল্পী জানালেন ‘অর্থহীন’-এর অষ্টম একক অ্যালবাম নিয়ে আসছেন। সোশ্যাল মিডিয়ায় এমন তথ্য নিজেই নিশ্চিত করেছেন বেজবাবা সুমন নিজেই।

রোববার (১৪ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে সুমন লেখেন, ‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সেকিউশন! কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিলো। মজার ব্যাপারটা হলো একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ কাজটা আমার কাছে অনেক ‘স্পেশাল’ বলা যেতে পারে। কারণ কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।’

তিনি আরও লেখেন, ‘অর্থহীনের অ্যালবামের কাজ করার সময় এটা খুব কমন একটা সিনারিও। ব্যান্ডের প্রতিটা মেম্বার আমার মত পাগলামি করতে থাকে কয়েক দিনের জন্য! গতকাল ভোর সাড়ে পাঁচটায় হঠাৎ মার্ক বলল, ‘সুমন ভাই, এই সেশনে আমাদের অ্যালবামের অর্ধেক কাজ করার কথা। সাত দিনে কাজ কিন্তু শেষ (বসার কথা ছিল পনের দিন)!’ শিশির আর মহান ততক্ষণে বাসায় চলে গেছে। সুতরাং শুধু আমরা দুজন ঘুমের সমস্যা হবে জেনেও মিস্টার আবসার সারটিফাইড ব্ল্যাক কফি খেয়ে সেলিব্রেট করলাম (কারণ আমরা অনেক কুল)। আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকবো ১০-১৫ দিনের জন্য, বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করার জন্য ইনশাআল্লাহ। গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়বো। ইনশাআল্লাহ হতাশ করবো না। অ্যালবামের ডিটেইল অর্থহীনের পেজ থেকে শিগগিরই অফিশিয়ালি জানানো হবে। সবাই ভালো থাকবেন।’

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসার জন্যে বেজবাবা সুমন সবার আড়ালে ছিলেন। ক্যানসারকে পরাহত করে গত বছরের সেপ্টেম্বরে তিনি প্রকাশ করেন কামব্যাক সং ‘বয়স হলো আমার’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ