Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাসে হিজাব পড়ায় অসৌজন্যমূলক আচরণ সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

পঞ্চগড় জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করেছেন। গতকাল রোববার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান এ বরখাস্ত করেন।

জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলমের কাছে গত ৭ আগস্ট লিখিত জবাব চান স্কুল কর্তৃপক্ষ।

গতকাল রোববার বেলা ১১ টায় লিখিত জবাব দেন তিনি। পরে স্কুল পরিচালনা কমিটির কাছে জবাব সন্তোষজনক না হওয়ায় সর্বসম্মত সিদ্ধান্ত মতে সাময়িক বরখাস্ত করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, সহকারি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য বিদ্যালয়ে হিজাব পড়ে গেলে ক্লাসে শিক্ষক আশরাফুল ইসলাম তাদেরকে হিজাব পড়ার কারণে অসৌজন্যমূলক আচরণ করে, ক্লাসের বিষয় বাদে অন্যকোন ব্যক্তিগত ও দলীয় আলোচনা করেন। প্রধান শিক্ষক বরাবরে এ অভিযোগ করেন তিনজন ছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ