Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও সাদ সিকিউরিটিজ লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে। সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়। সোমবার কমিশনের ৫৬৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় কাশেম ড্রাইসেলের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় অনিয়ম করায় সাদ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মার্জিন দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন, সমন্বিত গ্রাহকের হিসাবে ঘাটতি ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রস্তুত না করার কারণে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কাশেম ড্রাইসেলের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ