Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দাবি আদায়ে কেপিএম এমডির অফিস ঘেরাও

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কর্ণফুলী পেপার মিলস লিঃ (কেপিএম) এর শ্রমিক/কর্মচারী লোকজন বেতন, ওভারটাইম, বকেয়া ভাতা ও উৎপাদন বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী এমডি অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। শ্রমিক/কর্মচারী এবং অস্থায়ী শ্রমিকরাও এ দাবিতে উত্তাল হয়ে উঠে। কেপিএম এম্পয়ীজ ইউনিয়ন সিবিত্র সভাপতি তৌহিদ আল মাহাবুব চৌধুরী বলেন, কারখানায় উৎপাদ বন্ধ, দু’মাসের বকেয়া বেতন, ওভার টাইম, ২০% বকেয়া ভাতা, কর্মকর্তা/কর্মচারীদের দু’মাসের বেতন এবং অস্থায়ী শ্রমিকদের ৩ মাসের বেতন তিন বছরের নাইট এলাউন্সের দাবিতে ব্যবস্থাপনা অফিস ঘেরাও করা হয়। দাবি মানা না হলে পরর্বতী আরো কঠিন কর্মসূচি দেয়ার কথা উল্লেখ করেন। কেপিএম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খান জাবেদ আনোয়ারের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি শ্রমিকদের দাবির কথা সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শ্রমিকদের দাবি যুক্তিযুক্ত, উৎপাদন বন্ধ থাকায় বেতন দিতে দেরি হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে দাবি পূরণসহ সকল সমস্যা দূরীকরণের কথা তিনি  উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ