Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে প্রতিবন্ধী যুবকে বলাৎকার এলাকায় তোলপাড়!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৭:১৩ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মানসিক প্রতিবন্ধী এক যুবককে বলাৎকারের ঘটনায় এলাকায় তোলপাড়। প্রতিবন্ধী যুবক পার্শ্ববর্তী ইউনিয়নের। উপজেলার সুরমা ইউনিয়নের আরজু মিয়া (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে বলাৎকার অভিযোগ।
 
রবিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার সুরমা ইউনিয়নের বরকত নগর (বন্দেরবাড়ী) গ্রামে এই বলাৎকারের ঘটনা ঘটে। আরজু মিয়া বরকত নগর (বন্দেরবাড়ী) গ্রামের মৃত ইন্তাজ আলী (চেইচা মিয়ার ছেলে)
 
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী যুবক একজন দিনমজুর সে বরকত নগর গ্রামে মানুষের বাড়িতে কাজ করে।
 
রবিবার রাতে থাকে কাজ দেওয়া প্রলোভন দেখিয়ে আরজু মিয়া তার বাড়িতে শোয়ার ঘরে  নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে যুবক আশপাশের লোকদের বাড়িতে গিয়ে কান্না করে বিষয়টি খুলে বলে।
 
রাতেই বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রধানবর্গ সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাদা করার আশ্বাস প্রদান করে যুবককে। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবন্ধী যুবক। 
 
ঘটনার বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর জানান, বিষয়টি আমি শুনেছি লিখিত অভিযোগ পেলে বলাৎকারের ঘটনা কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ