Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে তিন লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকা-ে দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় দুইটি দোকান পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার নগর পাড়া বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিসমিল্লাহ ফামের্সী নামে একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসী প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বিসমিল্লাহ ফাসের্সী ও মুন্নি টেলিককম নামে দুইটি দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। বিসমিল্লাহ ফার্মেসীর মালিক ফারুক আহমেদ জানান, প্রতিদিনের ন্যায় রাত ১০টায় দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। অগ্নিকা-ের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে দেখেন আগ্নিকান্ডে দোকান থাকা ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ