রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : পহেলা ডিসেম্বর বেতাগী হানাদার মুক্ত দিবসে মুক্তিযুদ্ধো সংসদ বেতাগী উপজেলা সংসদের উদ্যোগে জাতীয় পতাকা ও সংসদের পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সংসদের স্থানীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কমান্ডার আব্দুল ওয়াজেদ হাওলাদারের সভাপতিত্বে পতাকা উত্তোলন করেন তৎকালীন সেনাবাহিনীর উপ-ল্যান্স নায়েক ও যুদ্ধকালীন কমান্ডার মো: মোতালেব সিকদার। বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন খান, পৌর কমান্ডার মোশারেফ হোসেন নসু, মোকামিয়া ইউনিয়ন কমান্ডার বাবু সুধীর রঞ্জন, বিবিচিনি ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেক মিনা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক প্রমুখ। উল্লেখ্য, ১ ডিসেম্বর রাজাকারদের একটি দল আইয়ুব আলী গাজী ও লোকমান গাজীর নেতৃত্বে অস্ত্রসহ শাহবুদ্দিন সিকদারের বাড়িতে এসে মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পন করে। ওই দিন থেকে বেতাগী থানা সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়ে বিজয় সূচিত হয়। তখনকার সময় জনতা স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করে জয় বাংলা শ্লোগানে মুখরিত করে তোলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।