Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দফা দাবিতে সার সরবরাহ বন্ধ

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার থেকে দ্বিতীয় দিনের মতো সাত জেলায় অনির্দিষ্টকালের জন্য সার সরবরাহ বন্ধ রয়েছে। জানা যায়, সারের বস্তায় ওজনে কম দেয়া, নি¤œমানের সার সরবরাহ, কারখানার জিএম কমার্শিয়াল মোঃ হাবিবুর রহমানকে অপসারণের দাবিতে গত বুধবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাত জেলায় সার সরবরাহ বন্ধ করে দিয়েছে ডিলাররা। জেলাগুলো হলোÑ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। ডিলাররা জানান, দীর্ঘদিন ধরে আশুগঞ্জ সার কাখানার উৎপাদিত সার ও আমদানি করা সারের বস্তায় অন্তত ২ থেকে ৫ কেজি সার ওজনে কম হচ্ছে। এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা না নেয়ার কারণে আশুগঞ্জ সার কারখানার আওতাভুক্ত সাত জেলার ৭৪৮ জন  ডিলার সার সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল  উদ্দিন বলেন, সার ওজনে কম দেয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের আর কোনো উপায় না থাকায় সার সরবরাহ অনির্দিষ্টকালের জন্য সাত জেলায় বন্ধ করে দেয়া হয়েছে। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. হাবিবুর রহমানের সাথে ফোনে কয়েকবার চেষ্টা করেও তার সাথে মোবাইলে কথা বলা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ