Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১১:৫১ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি,দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অস্বভাবিক লোডশেডিংএর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে।
শনিবার রাতে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়। মজলিসে আমেলার বৈঠকে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন, সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী,মাওলানা আব্দুল কুদ্দুস তাপাদার, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মাসুদুল করীম,মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলীলুর রহমান, মাওলানা বশির আহমদ, মুফতি নাছির উদ্দীন খান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আবুল বাশার, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা সৈয়দ তামীম আহমদ মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবদুল গফ্ফার ছয়ঘরী, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি জাবের কাসেমী, মাওলানা ছিদ্দিকুল ইসলাম তোফায়েল, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মুফতি হাসান ফারুক, মাওলানা বদরুল ইসলাম,মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুস্তাক গাজীনগরী, মাওলানা মফিজুর রহমান,মাওলা শরিফুল ইসলাম,মাওলানা আব্দুর রহীম, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকবী,মাওলানা আব্দুল বাসিত খান,মাওলানা আবুল কালাম, মাওলানা মামুন,মাওলানা নুরুল আলম ইসহাকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ