Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইনে আগুন, সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের লাইনে পাইপ লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে শহরের পুনিয়াউট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের যানজট সৃষ্টি হয়। এদিকে, লাইনে অগ্নিকাণ্ডের ফলে শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, কিছুদিন ধরে সড়কের পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছে। দুপুরের দিকে নতুন খুঁটিতে ঝুলন্ত তারের সংঘর্ষ হয়ে আগুনের ফুলকি মাটিতে পড়ে। এতে লিকেজ থাকা গ্যাস সরবরাহের পাইপে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের চাপ বাড়তে থাকে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে দমকল বাহিনীর সদস্যরা আসেন। খবর পেয়ে গ্যাস ফিল্ডের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, গ্যাস ফিল্ডের লোকজন সংযোগ বন্ধ করলে আমরা এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাটুরা থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। লাইন সংস্কারের পর পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ