Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অটিজম সচেতনতা নিয়ে পদাতিক-এর নাটক প্রেরণা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

পদাতিক নাট্য সংসদ-বাংলাদেশ, ১৯৭৮ সাল থেকে সংস্কৃতির সকল শাখা নিয়ে ৪৫ বছর ধরে সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশগঠনে ভুমিকা পালন করে আসছে। এই দলটির সমাজ সচেতনতামূলক নতুন নাটক ‘প্রেরণা’। অটিজম নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে। অটিজম আক্রান্তদের অধিকাংশই শিশু, যারা বিশেষ শিশু হিসেবে পরিচিত। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ১ শতাংশ বা প্রায় ৭৮ লাখ মানুষ এ রোগে আক্রান্ত। এর বাইরে বা অনুন্নত দেশে আরো কতজন আছে তার কোন হিসেব নেই। অটিজম বিশ্বে মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। তবে কেন বা কি কারণে এর বিস্তার হচ্ছে, তার সঠিক কারণ এখনও উৎঘাটন করা সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে অটিজমকে এইচআইভি বা এইডস-এর সাথে তুলনা করা হচ্ছে। এই ভয়াবহ রোগ নিয়ে জনসচেতনতা তৈরীর প্রেক্ষাপট নিয়ে ‘প্রেরণা’ নাটকটি মঞ্চে এনেছে পদাতিক। এটি দলটির ৩৩ তম প্রযোজনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাবিল রেজা চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ