Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এই সপ্তাহে টিআরপির শীর্ষে ‘মিঠাই’ আর ‘গাঁটছড়া’

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মাস কয়েক ধরেই বাংলা ধারাবাহিকের টিআরপির লড়াইয়ে এগিয়ে আছে মিঠাই গাঁটছড়া এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এ সপ্তাহে মিঠাই শীর্ষে তো পরের সপ্তাহে লক্ষ্মী কাকিমা সুপারস্টার বা ‘গাঁটছড়া’। নিত্য চলছে কাহিনীকে শানিয়ে নেবার প্রচেষ্টা। নিজের স্থান ধরে রাখতে প্রতি সপ্তাহে চলে যুদ্ধ। একের পর এক টুইস্ট নিয়ে পর্দার সামনে আসছে মিঠাই-এর নতুন নতুন পর্ব। আর এই সপ্তাহেও টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে মিঠাই’। তবে পিছিয়ে নেই স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’।
দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।
১. ‘মিঠাই’- ৮.৭, ২. ‘গাঁটছড়া’- ৮.১, ৩. ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’- ৭.৭, ‘আলতা ফড়িং’- ৭.৭. ৪. ‘গৌরী এলো’- ৭. ৫.‘ধুলোকণা’- ৬.৫ ৬. ‘উমা’- ৬.২, ৭. ‘অনুরাগের ছোঁয়া’- ৬.২ ৮. ‘মন ফাগুন’- ৬.০, ‘এই পথ যদি না শেষ হয়’- ৬.০, ৯ ‘সাহেবের চিঠি’- ৫.২, ‘খেলনা বাড়ি’- ৫.২, ‘এক্কা দোক্কা’- ৫.২, ১০. লালকুঠি- ৫.০, বোধিসত্ত্বের বোধবুদ্ধি- ৪.৯।
বেশ কয়েক সপ্তাহ টিআরপি লিস্টে সেরা তিনে না থাকতে পারলেও হানিমুনের রোম্যান্টিক পর্ব দর্শকদের সামনে তুলে ধরে খড়ি ও ঋদ্ধির নতুন রসায়ন দর্শকদের মন ফের জিতে নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ