Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাসিক কাউন্সিলরের বিরুদ্ধে ২০কোটি টাকার জমি দখলের অভিযোগে থানায় মামলা

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা :৩০ লাখ টাকার চাঁদা দাবি ও ২০ কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলাম নূরুসহ ৮ জনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে। মামলা নং-৫২। মামলার অপর আসামিরা হলেন, শামসুল ঢালী, শাওন ঢালী, টুটুল, কানন মোল্লা, ওয়াসিম, ফারুক ও জাকির।
মামলার বাদী টঙ্গীর হিমার দিঘীর আব্দুস সালাম মৃধা এজাহারে উল্লেখ করেন, স্থানীয় হিমার  দিঘী ও দত্তপাড়া মৌজায় তাদের পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিলেন বিবাদীরা। জমি দখল করতে না পেরে এক পর্যায়ে বিবাদীরা তার কাছে ৩০ লাখ টাকার চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর টঙ্গী থানা আওয়ামী লীগের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নূরু ও অন্যান্য বিবাদীরা যোগসাজশ করে আলোচিত সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে গাজীপুরে দেওয়ানী আদালতে একাধিক মামলা করেন। এসব মামলায় হেরে যাওয়ার পরও তারা আরো দুটি ম্মালা করেন। মামলা দুটি বিচারাধীন থাকা অবস্থায় গত ২৫ নভেম্বর দুপুর ১২টায় বিবাদীগণ ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিতে আক্রমণ চালিয়ে ৩০ লাখ টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে মারধর করা হয় এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে টিনের চালাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এখনো সেখানে দখলযজ্ঞ চলছে বলে বাদী অভিযোগ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, বাদী সালাম মৃধার পৈত্রিক জমি নিয়ে মামলার প্রধান আসামি শামসু ডালীর বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার নামে কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বাদীর কাছে ৩০ লাখ টাকার চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেয়ায় অবশেষে কাউন্সিলর নিজেই বিরোধপূর্ণ ওই জমি নামেমাত্র মূল্যে কিনে জোরপূর্বক দখলের চেষ্টা চালান।
এ ব্যাপারে কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার আরজিতে যে জমির কথা উল্লেখ করা হয়েছে তিনি সেই জমি কিনেন নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ