Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে মুখ খুললেন মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৫:৪০ পিএম

সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ঘোষনা দিয়েছে মুক্তির তারিখ। এই সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে আছেন জিয়াউল রোশান। মূল চরিত্রের নায়ক নায়িকা ছাড়াই সম্প্রতি সিনেমাটির একটি সাংবাদিক সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। তার অভিযোগ, মাহি ও রোশান সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। এবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন মাহিয়া মাহি।

মাহিয়া মাহির দাবি, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি। মাহির ভাষ্য, “একটা সিনেমা শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা।
তাই আমরা শিল্পীরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় সম্মান পাইনি।”

মাহি জানান, সিনেমাটি ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে।

আক্ষেপ করে মাহি বললেন, ‘একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে।’

সিনেমাটির মুক্তির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন মাহি। বলেন, ‘কিছুদিন আগে এক সাংবাদিক আমাকে কল দিয়ে বলছে সিনেমাটি ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে। আমি বললাম কোন সিনেমা? সে বলল, ‘আশীর্বাদ’। তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি সিনেমার নায়িকা, অথচ সেটির মুক্তির ব্যাপারে আমিই কিছু জানি না।’

এর আগে এই সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসকে অপেশাদার হিসেবে উল্লেখ করেন চিত্রনায়ক রোশান। তিনি বলেন, ‘প্রযোজকের মধ্যে পেশাদারিত্বের কোনো ব্যাপারই নেই। তিনি এই সিনেমার শুটিং থেকে শুরু করে শেষ পর্যন্ত অপেশাদার আচরণ করে গেছেন। শিল্পীদের সঙ্গে যথার্থ ব্যবহার করেননি। এমনকি শুটিং ইউনিটে শিল্পীদের খাবার নিয়েও কষ্ট দিয়েছেন।’

উল্লেখ্য, ‘আশীর্বাদ’ জেনিফার ফেরদৌস প্রযোজিত প্রথম সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে এটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর বিভিন্ন চরিত্রে রোশান এবং মাহি ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্তসহ অনেকে। বৃহস্পতিবার (১১ আগস্ট) মগবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ প্রযোজক-পরিচালক দাওয়াত করেননি রোশান এবং মাহিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ